পোস্টগুলি

My dreams Everyone has dreams. I am also not different. I am alive in a thousand dreams. I have thought a lot about what I want to do or want to be in life. But never got the right answer. But I know my love and affection. But, I can't get everything I want. There may be some imperfections in everyone. But we should not be discouraged by that imperfection. Born into a very poor family, earning money is the most important thing to me. But not everyone will become famous. But there is nothing wrong with trying. Life will go away according to the laws of nature but we can make it colorful if we want
ছবি
স্বপ্নে দেখো, কাজ করো স্বপ্ন আমাদের আশা দেয়, দেয় বেঁচে থাকার প্রেরণা। তাইতো, মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, ছুটে চলে তার স্বপ্নের পিছু। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোন স্বপ্ন নেই, নেই কোন আশা। প্রত্যকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। কিন্তু, সবাই তার স্বপ্নকে বাস্তব রুপ দিতে পারেনা। কারণ, তারা শুধু স্বপ্নই দেখেছিল, স্বপ্ন পূরণের জন্য কাজ করেন নি। করলেও যে পরিমাণ একগ্রতা ও দৃঢ়তা নিয়ে কাজ করা উচিত ছিল সে পরিমান কাজ করা হয়নি। যার ফলে, স্বপ্নের দেখা আর বাস্তবে মিলেনা। তাই, কাজ করা উচিত দৃঢ় প্রত্যয় নিয়ে যাতে স্বপ্নগুলো আমাদের আশাভঙ্গ করতে না পারে। আমরা যাতে দিনশেষে ব্যর্থ না হই। চূড়ান্ত বিজয় যাতে আমাদেরই হয় সেই লক্ষ্যে কঠোর পরিশ্রমের দিকে ধাবমান হওয়া দরকার।  

Young Entrepreneur meet-up

ছবি
নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের পঞ্চগড় জেলার মাসিক মিট-আপ গত ৪ঠা সেপ্টেম্বর সকাল নয়টায় বোদা উপজেলার পাথেরাজ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত মিট-আপে দেবীগঞ্জ,বোদা, আটোয়ারী ও পঞ্চগড়ের সদস্যরা উপস্থিত হয়ে মিট-আপকে প্রাণবন্ত করে তোলে। পঞ্চগড় জেলা প্রতিনিধি শাহিন ভাইয়ের সভাপতিত্বে এবং সদস্য হামিদুল ভাইয়ের সঞ্চালনায় দীর্ঘ সময় উদ্দ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

Some Picture

ছবি
 পঞ্চগড় জেলা মিটআপ ৪ সেপ্টেম্বর ২০২০

The objective of this Blog Site Welcome to my blogsite.I am very glad that you are interested to know about this blogsite.I create this blogsite to introduce my district infront of you. I let you know about my district famous food,historical places,our socioeconomic condition, prominent places and so on. I hope at first I learn about my locality then mention here so that you can enrich your knowledge about my district. Basically, I will work here as a representatives of my district. I hope you will stay connected with this blogsite for supporting me.

রাজা ধর্মপাল

ধর্মপাল ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা।  পাল রাজ বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ধর্মপাল দেব উদ্দীয়মান প্রতিপত্তি যুগের সুচনা করেন। তার রাজত্বকাল আনুমানিক ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ। তার রাজত্বকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ত্রিপাক্ষিক যুদ্ধ।  তার যুগে তিনটি রাজ বংশ প্রতিযোগিতায় নেমেছিল উত্তর ভারতের আধিপত্য বিস্তার করতে। একটি বাংলার পাল বংশ, অন্যটি রাজপুতনার গুর্জর প্রতীহার বংশ এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকুট বংশ। বিক্রমশীল  বৌদ্ধ বিহার ও পাহারপুড়ের সোমপুর বিহার ধর্মপালের আরেক কীর্তি। তিনি শাস্ত্রানুসাশন সমন্ধে অবহিত ছিলেন এবং প্রতি বর্ণের লোক যাতে স্ব স্ব নীতি মেনে চলতে পারে সেজন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ধর্মপাল কে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে অভিহিত করা হয়।