স্বপ্নে দেখো, কাজ করো

স্বপ্ন আমাদের আশা দেয়, দেয় বেঁচে থাকার প্রেরণা। তাইতো, মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, ছুটে চলে তার স্বপ্নের পিছু। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোন স্বপ্ন নেই, নেই কোন আশা। প্রত্যকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। কিন্তু, সবাই তার স্বপ্নকে বাস্তব রুপ দিতে পারেনা। কারণ, তারা শুধু স্বপ্নই দেখেছিল, স্বপ্ন পূরণের জন্য কাজ করেন নি। করলেও যে পরিমাণ একগ্রতা ও দৃঢ়তা নিয়ে কাজ করা উচিত ছিল সে পরিমান কাজ করা হয়নি। যার ফলে, স্বপ্নের দেখা আর বাস্তবে মিলেনা। তাই, কাজ করা উচিত দৃঢ় প্রত্যয় নিয়ে যাতে স্বপ্নগুলো আমাদের আশাভঙ্গ করতে না পারে। আমরা যাতে দিনশেষে ব্যর্থ না হই। চূড়ান্ত বিজয় যাতে আমাদেরই হয় সেই লক্ষ্যে কঠোর পরিশ্রমের দিকে ধাবমান হওয়া দরকার।

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Importance of Reading English For Today

পাহারপুড় বৌদ্ধবিহার