Importance of Reading English For Today

আজকের বিষয় ১-১২তম শ্রেণি পর্যন্ত ইংলিশ ফর টুডে বই পড়া।
ইংলিশ ফর টুডে বইগুলো পড়ার গুরুত্ব অপরীসীম। এগুলো আমাদের পড়ার অভ্যাস সৃষ্টি করে। একটি ভাষার চারটি স্কিলের মধ্যে রিডিং স্কিল অন্যতম।এই রিডিং স্কিলের উপর ভিত্তি করে অন্য তিনটি স্কিল গঠিত হয়। এই বইগুলো পড়ার ফলে  ইংরেজি ভীতি দুর হয় এবং আত্মবিশ্বাস তৈরি হয়। মুলত ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বইগুলো ইংলিশ বেসিক স্কিল তৈরিতে ব্যাপক ভুমিকা পালন করে। আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়, পড়ার গতি বৃদ্ধি পায় এবং দ্রুত বুঝার সমক্ষতা সৃষ্টি করে। ১২ বছরের ১০টি ইংরেজি বই ইংরেজিতে দক্ষতা অর্জনের খুটি স্বরুপ। কিন্তু আমাদের মুল সমস্যা আমরা ইংরেজিকে পরীক্ষায় পাশের একটিভ বিষয় হিসেবে গন্য করি শুধুমাত্র। আমরা সেদিন থেকে ইংরেজিতে উন্নতি করব যেদিন থেকে আমরা শুধু পাশ করার জন্য নয় জানার জন্য শিখব।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহারপুড় বৌদ্ধবিহার