রাজা ধর্মপাল
ধর্মপাল ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা। পাল রাজ বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ধর্মপাল দেব উদ্দীয়মান প্রতিপত্তি যুগের সুচনা করেন। তার রাজত্বকাল আনুমানিক ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ। তার রাজত্বকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ত্রিপাক্ষিক যুদ্ধ। তার যুগে তিনটি রাজ বংশ প্রতিযোগিতায় নেমেছিল উত্তর ভারতের আধিপত্য বিস্তার করতে। একটি বাংলার পাল বংশ, অন্যটি রাজপুতনার গুর্জর প্রতীহার বংশ এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকুট বংশ। বিক্রমশীল বৌদ্ধ বিহার ও পাহারপুড়ের সোমপুর বিহার ধর্মপালের আরেক কীর্তি। তিনি শাস্ত্রানুসাশন সমন্ধে অবহিত ছিলেন এবং প্রতি বর্ণের লোক যাতে স্ব স্ব নীতি মেনে চলতে পারে সেজন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ধর্মপাল কে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে অভিহিত করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন